মানিকগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৬ দফা দাবিতে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন তারা।
‘স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি মানতে হবে’, ‘পেশাগত মর্যাদা চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচি এলাকা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল ওয়ারেশ পাশা পলাশের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাঈমুল বাদল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, জুয়েল রানা, মাহবুবুর রহমান মানিক প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বারবার শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরার পরও কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। দাবি আদায়ে বাধ্য হয়ে এবার রাজপথে নামতে হয়েছে। দাবি মানা না হলে ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিক্ষোভ, মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

মন্তব্য করুন