ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা ভীতি, শেষ পর্যন্ত মিলল না কিছুই

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বিকালে ঢাকা-কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির ঘটনায় তীব্র উৎকণ্ঠা তৈরি হয়। তবে তল্লাশি শেষে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিমানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এটি ছিল একটি ‘ফেইক কল’।
বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঠিক তার কিছু সময় আগে বিমানবন্দরের কন্ট্রোল সেন্টারে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়—উড়োজাহাজটিতে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে ফ্লাইটটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি শুরু করে।
ঘটনার সময় উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। ফ্লাইটে থাকা যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, তবে কারও কোনো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর বলেন, 'ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। উড়োজাহাজে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সব যাত্রীকে ফের বোর্ডিং করানো হচ্ছে।'
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এমন ভুয়া হুমকিকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। কারা এ ঘটনার পেছনে রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার জেরে ফ্লাইটটির যাত্রা কিছুটা বিলম্বিত হলেও পরে নিরাপত্তা নিশ্চিত করে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন