ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ

বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ২০০ জন অসহায় ও দুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
শুক্রবার (১১ জুলাই) বিকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন নিজে উপস্থিত থেকে ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কাশিপুর উচ্চ বিদ্যালয় এবং ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২০০ প্যাকেট খাবার বিতরণ করেন।
প্রত্যেকটি প্যাকেটে ছিল ডিম ভূনা, খিচুড়ি, সবজি ও নিরাপদ বোতলজাত পানি (সীমান্ত পানি)। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া বিওপি কমান্ডার, বিজিবি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এর আগে ৯ ও ১০ জুলাই তারিখে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৪৫০ প্যাকেট রান্না করা খাবার এবং ২৫০ প্যাকেট শুকনো ত্রাণসামগ্রী বিতরণ করে ফেনী ব্যাটালিয়ন। সব মিলিয়ে ৩ দিনের মধ্যে মোট ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।
লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, 'সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব। ফেনী ব্যাটালিয়ন অতীতেও এ দায়িত্ব পালন করেছে, ভবিষ্যতেও তৎপর থাকবে।'

মন্তব্য করুন