আদালতের নির্দেশনা পেলে সাবেক আইজিপি মামুনের বিষয়ে সিদ্ধান্ত: কারা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১৯:৩০| আপডেট : ১০ জুলাই ২০২৫, ২০:১৩
অ- অ+

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে রাখার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কারা অধিদপ্তর। কারা অধিদপ্তর স্পষ্ট করেছে যে, তার বিষয়ে এখন পর্যন্ত আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কারা অধিদপ্তর আরও জানায়, তারা আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে এবং এ বিষয়ে কারো প্রতি পক্ষপাত কিংবা অবহেলা দেখানোর সুযোগ নেই।

সংশ্লিষ্ট বিষয়ে বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত তথ্য প্রচার না করতে গণমাধ্যমসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা