কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৫, ২১:৫৫
অ- অ+

কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’। জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এবং ছাত্র-জনতার সাহসিকতাকে অম্লান রাখতে এই স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১১ জুলাই) বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ ১১ জুলাই উপলক্ষে 'স্মৃতির মিনার' শীর্ষক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল সেই ঐতিহাসিক, কারণ এই স্থানেই শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করতে গিয়েছিলো। এখানেই তারা পুলিশের আক্রমণের শিকার হন। সেদিনের রক্তঝরা সেই চিহ্ন ধরে রাখতে আমরা সেই স্থানে একটি প্রতিরোধ মিনার নির্মাণ করবো। যেন ভবিষ্যৎ প্রজন্ম এই স্থান অতিক্রম করার সময় সেই দিনটির ইতিহাস স্মরণ করতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে সমগ্র দেশের মানুষ চলাচল করার সময় তারা এই প্রতিরোধ মিনারটি দেখে কুমিল্লার শিক্ষার্থীদের রক্তঝরা দিনগুলোর কথা মনে করবে।

তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ দিয়ে হামলা করে শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছিল । সেই দিনগুলোকে স্মরণীয় করে রাখতেই এই মিনার নির্মাণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পথে পুলিশি হামলায় আহত হন অনেক শিক্ষার্থী ও সাংবাদিক। ওই ঘটনার মধ্য দিয়েই সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়ে। ফলে, কুমিল্লা হয়ে ওঠে জাতীয় প্রতিরোধের সূতিকাগার।

স্মরণসভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম একটি স্থায়ী স্মারক, যা আমাদের আন্দোলনের ইতিহাসকে চিরস্মরণীয় করে রাখবে। আজ উপদেষ্টার ঘোষণা আমাদের আন্দোলনের প্রাপ্তিকে দৃঢ় ভিত্তি দিলো।

উল্লেখ্য, কোটবাড়ি বিশ্বরোড এলাকায় প্রতিরোধ মিনার স্থাপন ছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহারের ঘোষণাও দেন। একইসাথে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

(ঢাকা টাইমস/১১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা