ভারত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ!

বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্রবণতা চলতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে—এমনটাই বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০৫০ সালের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বে সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থলে পরিণত হবে। বর্তমানে ইন্দোনেশিয়ায় মুসলমানদের সংখ্যা সর্বাধিক হলেও ভারতের মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ। এই সময়কালে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় সবচেয়ে বেশি। ২০১০ সালে বিশ্বে মুসলমানদের হার ছিল ২৩.৯ শতাংশ, যা ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৫.৬ শতাংশে।
এই বৃদ্ধির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মুসলমানদের উচ্চ জন্মহার, যা মৃত্যুহারের তুলনায় অনেক বেশি। যদিও ধর্মান্তরের ভূমিকা কিছুটা রয়েছে, তবে তা তুলনামূলকভাবে নগণ্য।
পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, মুসলিম জনসংখ্যার একটি বড় অংশ বেড়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যা প্রায় ২৮০ কোটিতে পৌঁছাবে।
ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রবণতাও স্পষ্ট। ২০১০ সালে দেশটির জনসংখ্যার ১৪.৩ শতাংশ মুসলিম ছিল, যা ২০২০ সালে বেড়ে ১৫.২ শতাংশ হয়েছে। ওই দশ বছরে মুসলিম জনগোষ্ঠী বেড়েছে প্রায় ৩ কোটি ৫৬ লাখ। গবেষণায় বলা হয়েছে, অধিক প্রজনন হারই এর প্রধান কারণ।
অন্যদিকে, একই সময়ে ভারতের হিন্দু জনসংখ্যার অনুপাত কিছুটা কমেছে। ২০১০ সালে যেখানে দেশের ৮০ শতাংশ মানুষ হিন্দু ছিল, ২০২০ সালে তা নেমে এসেছে ৭৯ শতাংশে। বিশ্বব্যাপী হিন্দু জনসংখ্যা বেড়ে ১২০ কোটিতে পৌঁছালেও তা বৈশ্বিক জনসংখ্যার মাত্র ১৪.৯ শতাংশ।
প্রতিবেদনে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর অবস্থাও তুলে ধরা হয়েছে। বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা বেড়ে ২৩০ কোটিতে পৌঁছালেও মোট জনসংখ্যার তুলনায় তাদের হার কমেছে—২০১০ সালে ৩০.৬ শতাংশ থেকে ২০২০ সালে ২৮.৮ শতাংশে। চীনের জন্মনিয়ন্ত্রণ নীতির প্রভাবে বৌদ্ধদের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
চমকপ্রদভাবে, মুসলিমদের পর দ্রুততম হারে বেড়েছে নাস্তিক বা ধর্মনিরপেক্ষ ব্যক্তির সংখ্যা। ১০ বছরে ২৭ কোটির বেশি মানুষ ধর্মে অনাস্থা প্রকাশ করে, ফলে বর্তমানে বিশ্বে ১৯০ কোটি মানুষ কোনো ধর্ম মানে না—যা মোট জনসংখ্যার প্রায় ২৪.২ শতাংশ।
বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তন আগামী দশকে বিশ্ব রাজনীতি, সমাজ এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলবে। ধর্মভিত্তিক জনসংখ্যার এই রূপান্তর নীতি নির্ধারণ, শিক্ষাব্যবস্থা ও সামাজিক কাঠামোতেও পরিবর্তন ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)

মন্তব্য করুন