চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৫, ২৩:৩৫
অ- অ+

পুরান ঢাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় যখন দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ চলছে, ঠিক তখনই রাজধানীর পল্লবী এলাকায় একই কারণে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় অবস্থিত ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এই হামলা চালানো হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। হামলার সময় তারা চারটি গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ। এই গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া জানান, গুলিবিদ্ধ শরিফুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হয়ে থানায় মামলা করবেন। ইতোমধ্যে হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় গত কয়েক সপ্তাহে তিনবার হামলার শিকার হন তারা। সর্বশেষ শুক্রবার ৩০-৪০ জন সন্ত্রাসী এসে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে এবং একটি সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান।

জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এসব ঘটনার পর শুক্রবার প্রতিষ্ঠানটিতে আবার হামলা হয়।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা