দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে আমভর্তি পিকআপ ধাক্কা দিলে শুভ (২০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন।
নিহত শুভ শেরপুরের খোয়ারজ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি মালভর্তি ট্রাক দাঁড়ানো ছিল। আমভর্তি একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শুভ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত পিকআপের চালক পালিয়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা গ্রহণ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৪জুলাই/এসএ)

মন্তব্য করুন