র্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ফোর্সেস সদর দপ্তরে ‘প্রচলিত আইন, জনপ্রত্যাশা ও র্যাবের করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাহিনীর সকল পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আলোচনায় তিনি র্যাবের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রচলিত আইন অনুসরণ এবং জনমানসে আস্থা বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি র্যাব সদস্যদের মননশীলতা, মানবিক মূল্যবোধ এবং জনগণের প্রতি দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তিনি আশা প্রকাশ করেন যে, র্যাব ভবিষ্যতেও সুনামের সাথে জনসেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
সেমিনারে র্যাব ফোর্সেস সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিচালকগণ, বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, ভিটিসির মাধ্যমে সারা দেশের ব্যাটালিয়নসমূহের কর্মকর্তারা অনলাইনে অংশগ্রহণ করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
একই দিনে র্যাব সদর দপ্তরে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)' বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক মালিহা তাবাস্সুম। তিনি এআই-এর মৌলিক ধারণা, বাস্তব ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিশদ আলোচনা করেন।
এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের ঝুঁকি ও সতর্কতা নিয়েও গুরুত্বারোপ করেন। এতে কর্মশালায় র্যাব সদর দপ্তরের কর্মকর্তা, ঢাকাস্থ ব্যাটালিয়নের কর্মকর্তাসহ অন্যান্য ব্যাটালিয়নের কর্মকর্তারা ভিটিসির মাধ্যমে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন