আজ থেকে শুরু হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণকাজ: সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১৫:২৭| আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৫:৫১
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে দেশের ৬৪ জেলায় একযোগে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ সোমবার (১৪ জুলাই) থেকে। রাজধানীর গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাদের স্মরণে স্থায়ী কিছু নির্মাণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এই কর্মসূচির সূচনা হচ্ছে। আগামী ৪ আগস্টের মধ্যেই দেশের প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ সম্পন্ন হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানান, “জুলাই নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই কন্যা’ নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় নারীদের ক্ষমতায়নে কাজ করা হবে।”

উল্লেখ্য, চলতি বছর জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ, নারীদের তালিকা প্রণয়ন এবং সমাজকল্যাণ কর্মসূচি চালু করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাপাহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল
সুনামগঞ্জে নৌকাডুবিতে বৃদ্ধার মৃত্যু
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ হতে পারে ২১ জুলাই
গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞ: স্কুল-হাসপাতাল-আশ্রয়কেন্দ্র গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, অভিযোগ যুদ্ধাপরাধের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা