সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের শাপলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পুত্রবধূ নাজমা বেগম জানান, আমাদের অজান্তেই টিনের ঘরে ছেড়া তার পড়ে সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়। আমার শ্বাশুড়ি ঘর থেকে বাহিরে হওয়ার সময় ঘরের টিনের বেড়ার সাথে তার হাত স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়চওনা ইউনিয়নের চেয়ারম্যান আজহার ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।(ঢাকা টাইমস/১৪জুলাই/এসএ)

মন্তব্য করুন