মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলিছি, আমরা লজ্জিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৫, ০৯:৫৭| আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২:১২
অ- অ+

পুরান ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর ছুড়ে হত্যার ঘটনায় প্রতিরোধ গড়ে তুলতে না পারায় তারা লজ্জিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।

বর্তমানে বিদেশে অবস্থানরত জামায়াত আমির শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন।

পোস্টে জামায়াতে ইসলামীর আমির লেখেন, মিটফোর্ডের ঘটনা বিদেশে থাকা অবস্থায় জেনে সব ভাষা হারিয়ে ফেলেছি।

নিজের ভেরিফায়েড আইডিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লেখেন, এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো!

হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না— এ জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।

এমন ঘটনার মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের আমির। পোস্টে লেখেন, হে সমাজ, জেগে ওঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো— আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে, তখন তুমি কাউকে পাশে পাবে না। অতএব, ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে।

(ঢাকাটাইমস/১২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা