পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে: কাজী মামুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৫, ২৩:২২
অ- অ+

জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, পুরান ঢাকার চকবাজারের বর্বর এই হত্যাকাণ্ডের পর এই সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগের মাধ্যমে একটি নির্বাচনকালীন সরকার গঠন করার দাবি জানান তিনি।

শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে কাজী মামুন বলেন, এমন হত্যাকাণ্ড জাতিকে রক্তাক্ত করেছে। এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি আবারও স্পষ্ট হয়েছে। পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে। একটি চক্র এই সুযোগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত হয়েছে, যা নিয়ন্ত্রণের ক্ষমতা এসরকারের নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অদ্যাবধি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার।

বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন দেশপ্রেমিক সেনাবাহিনীকে অতীতের মতো অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ একটি নির্বাচনকালীন সরকার গঠন ও সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভূমিকা রাখতে হবে।

(ঢাকা টাইমস/১২জুলাই/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা