যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ২১:৩৪
অ- অ+

যশোরের মনিরামপুর উপজেলায় লোকাল বাসের ধাক্কায় আবু তাহের (২৫) নামে একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার চালকিডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মনিরামপুর পৌরসভা গাংরা, ২ নম্বর ওয়ার্ড এলাকার ইসমাইল সেখের ছেলে।

চাচা শফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আবু তাহের বিকালে মোটরসাইকেলে চালকিডাঙ্গা থেকে মনিরামপুর উপজেলায় যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে চুপনগরগামী লোকাল বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

মনিরামপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে মর্গে পাঠায়। মরদেহ হাসপাতালের মর্গে আছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। চালক হেলপার পালিয়ে গেছে। আটকে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা