বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা

জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সরেজমিনে পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
পরিদর্শনকালে তিনি এনসিটি-২ জেটি এলাকায় কনটেইনার হ্যান্ডলিং, এপ্রেইস পয়েন্টে এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম ঘুরে দেখেন। সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা ও কর্মরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামানসহ অন্যান্য সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৭ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে এনসিটির দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে দেশের প্রধান সমুদ্রবন্দর পরিচালনায় আরও গতি, সুশাসন ও কর্মদক্ষতা বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।
নৌবাহিনী প্রধান বলেন, ‘ড্রাই ডক লিমিটেডের অভিজ্ঞতা ও নৌবাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা বন্দরের সার্বিক কর্মকাণ্ডে শৃঙ্খলা ও দক্ষতা নিশ্চিত করবে। দ্রুত পণ্য ওঠানামা ও পরিবহন ব্যবস্থায় গতি এলে দেশের আমদানি-রপ্তানি ব্যবস্থাও আরও গতিশীল হবে, যা সরাসরি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’
তিনি আরও উল্লেখ করেন, দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের কার্যক্ষমতা বাড়লে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য করুন