চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ২১:২১
অ- অ+

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙর এলাকায় দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নোঙ্গরে থাকা বেলিজের পতাকাবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে সংর্ঘষের এই ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কনটেইনারবাহী জাহাজের আংশিক ক্ষতি হয়। পরে বন্দরের চারটি টাগবোটের সহায়তায় বিকাল সাড়ে ৪টার দিকে জাহাজ দুটিকে নিরাপদে সরিয়ে ফেলা হয়।

দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটি হলো- অয়েল ট্যাংকার এমটি রিনে এবং কনটেইনারবাহী ইয়াং ইউই-১১। এরমধ্যে এমটি রিনে বেলিজের পতাকাবাহী এবং ইয়াং ইউই-১১ পানামার পতাকাবাহী।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, অয়েল ট্যাংকারটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে অয়েল ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়।

খবর পেয়ে বন্দরের টাগবোট কান্ডারি ১০, কান্ডারি ৪, বিএলভি লুসাই এবং পাইলট ভেসেল ঘটনাস্থলে প্রেরণ করা হয়। বন্দরের অভিজ্ঞ পাইলট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দলের প্রচেষ্টায় জাহাজ দুটিকে মুক্ত করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বর্তমানে বহির্নোঙরের চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং বন্দরের সব কার্যক্রম নিরাপদে সম্পন্ন হচ্ছে।

(ঢাকাটাইমস/৪মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা