নবীজির সুন্নত পালনে শারীরিক ও মানসিক শান্তি মিলবে: চসিক মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯
অ- অ+

প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) জীবনাদর্শের মধ্যেই মানবকল্যাণ নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আল্লাহর প্রিয় হাবিবের উসিলায় আমরা অনেক কিছু পেয়েছি; কিন্তু রসুলের সুন্নত পালন করি না। অথচ তিনি যেসব বিষয়ে আদেশ দিয়েছেন; সেসবের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।

সোমবার রাতে নগরীর হালিশহর বি-ব্লকে অনুষ্ঠিত একটি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফীয়া ওসমানীয়া হানাফিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা মাঠে আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিট্যাবল ট্রাস্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে পবিত্র মিরাজুন্নবী মাহফিল ও ওরসে সরকারে কালা’র অনুষ্ঠিত হয়।

আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফীর সভাপতিত্বে মাহফিলের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির ফিনান্স ডিরেক্টর ও আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিট্যাবল ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আলী হোসেন সোহাগ আশরাফী।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পবিত্র মেরাজের রাতে প্রিয় নবী (সা.) তাঁর উম্মতের জন্য নামাজ ও রোজার মতো ইবাদত নিয়ে এসেছেন। তিনি মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা দিয়েছেন। নবীজির সুন্নত পালন করলে শারীরিক ও মানসিক শান্তি মিলবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, নবীজি বসে পানি পান করতে বলেছেন, গোগ্রাসে পান করতে নিষেধ করেছেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন। এসব নির্দেশনার বৈজ্ঞানিক ব্যাখাও রয়েছে। যেমন, গোগ্রাসে পানি পান করলে পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে, যা বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়।

সৎ চিন্তা, গ্রিন, ক্লিন ও হেলদি সিটি গড়ার লক্ষ্য নিয়ে মেয়রের চেয়ারে বসেছেন উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমার নিয়ত পরিষ্কার। সততার সঙ্গে কাজ করতে চাই। সেজন্যই আমি মেয়রের চেয়ারের পাশাপাশি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পেয়ে গেছি। হয়তো একদিন জলাবদ্ধতা থেকেও মুক্তি পাব।’

নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সচেতন হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। নগরীর কয়েকটি এলাকায় গার্ভেজ স্টেশন স্থাপনের পরিকল্পনা করেছি। আমাদের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ, সেগুলো মোকাবেলা করে সবাইকে সঙ্গে নিয়েই পরিচ্ছন্ন নগরী তৈরি করবো।

আশরাফীয়া ওসমানীয়া হানাফিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার সঙ্গে অনেক পুরোনো সম্পর্কের কথা উল্লেখ করে মেয়র শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা এবং পাশে থাকার আশ্বাস দেন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোরশেদ উল্লাহ রজায়ী, সাবেক কমিশনার আবুল হাশেম, অধ্যক্ষ মুফতি হারুনুর রশিদ আশরাফী, মাওলানা জামেউল আকতার আশরাফী, মাওলানা শফিউল হক আশরাফী, মোহাম্মদ রফিক আশরাফী, সৈয়দ মনিরুল ইসলাম আশরাফী, মাওলানা হারুনুর রশিদ আশরাফী, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা আনোয়ারুল ইসলাম আশরাফী, আনোয়ার হোসেন ও মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে মো. মহসিন আলী চৌধুরী, শাহাদাত হোসেন, নুরুল আবছার চৌধুরী, ইসমাইল আশরফী, তাইফুর আশরাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা