খুশি কম্পোজি-কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিন্ডিকেশন ফাইন্যান্সিংয়ে কর্পোরেট পরামর্শ দিতে খুশি কম্পোজিট এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান; কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে খুশি কম্পোজিট লিমিটেডের ২০০ কোটি টাকার সিন্ডিকেশন ফাইন্যান্সিং উদ্যোগের কর্পোরেট উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
খুশি কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম এই অংশীদারত্বের আনুষ্ঠানিক স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবলী আমরান, হেড অব পোর্টফোলিও রাহাত-উল-আমিন।
আগামী দিনে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সহযোগিতা এবং অংশীদারত্বের মাধ্যমে প্রবৃদ্ধি এবং উদ্ভাবনীয় উদ্যোগকে স্বাগত জানাতে কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
(ঢাকা টাইমস/১২জুলাই/এসএ)

মন্তব্য করুন