অস্ত্র ও গুলি উদ্ধার
ছিনতাই করতে মিরপুর থেকে মোহাম্মদপুরে, অতঃপর সেনাবাহিনীর অভিযানে ধরা

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অনন্ত নামে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুরে চালানো অভিযানে আরও দুইজনকে একটি লোডেড রিভলবার ও ১৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল দলের সদস্যরা অনন্তকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে মিরপুর এলাকার বাসিন্দা হলেও মোহাম্মদপুরে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে এসেছে।
পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা অনন্তকে সাথে নিয়ে মিরপুর ২ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অনন্তের সহযোগী এবং গ্যাং লিডার ‘শান্ত’ ও ‘শাকিল’-কে একটি রিভলবার এবং ১৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত জুন মাসের শেষদিকে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয় এবং অনন্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তার দেওয়া তথ্য বিশ্লেষণ করেই মিরপুর অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, ‘গ্রেপ্তার সন্ত্রাসীরা আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা যাচাই-বাছাই চলছে। সামনে আরও অভিযান পরিচালনা করা হবে।’ তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ঢাকার যেকোনো এলাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন