জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন।
আজ বুধবার বৈঠকে জাতীয় ঐকমত্য গঠনে কমিশনের চলমান সংলাপ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, ও একটি জাতীয় সনদ প্রণয়নের প্রচেষ্টা সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন অধ্যাপক রীয়াজ।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি, এবং এই প্রক্রিয়ায় কানাডার আগ্রহ ও ভূমিকা প্রশংসনীয়।’
হাইকমিশনার অজিত সিংহ এবং তার দলের বাকি সদস্য পলিটিক্যাল কাউন্সেলর মারকাস ডেভিস ও কো-অপারেশন বিভাগের প্রধান স্টিফেন উইভার কমিশনের উদ্দেশ্যের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানান।
তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও ঐক্যভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে কমিশনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কানাডা সরকার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তারা।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য করুন