জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ১৮:৫৪
অ- অ+

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন।

আজ বুধবার বৈঠকে জাতীয় ঐকমত্য গঠনে কমিশনের চলমান সংলাপ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, ও একটি জাতীয় সনদ প্রণয়নের প্রচেষ্টা সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন অধ্যাপক রীয়াজ।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি, এবং এই প্রক্রিয়ায় কানাডার আগ্রহ ও ভূমিকা প্রশংসনীয়।’

হাইকমিশনার অজিত সিংহ এবং তার দলের বাকি সদস্য পলিটিক্যাল কাউন্সেলর মারকাস ডেভিস ও কো-অপারেশন বিভাগের প্রধান স্টিফেন উইভার কমিশনের উদ্দেশ্যের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানান।

তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও ঐক্যভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে কমিশনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কানাডা সরকার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তারা।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষা উপদেষ্টার সাথে উর্দুভাষীদের প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা, ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন মারিয়া
পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড, তলানিতে বরিশাল
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা