ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ১৭:০৮
অ- অ+

পূবালী ব্যাংকের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুইদিন Industry Academia Collaboration Summit – 2025 শুরু হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, Career Development Centre এর পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক খান এবং একাডেমিক অ্যাফেয়াসের্র ডিন ও রিয়েল স্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা প্রফেসর ড. মোস্তফা কামাল। সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন মানবসম্পদ বিভাগের পরিচালক অনুভব রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই সম্মেলনে শিল্প ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা অংশ গ্রহণ করেন এবং কর্মসংস্থান, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যাংকিং বুথ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।

(ঢাকা টাইমস/১৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা