শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, ১৮:১২
অ- অ+

শেরাটন ঢাকায় ‘কোস্টাল কার্নিভাল’ শীর্ষক ১০ দিনব্যাপী সি ফুড ফেস্টিভ্যালে বিকাশ পেমেন্টে একটি ব্যুফে অর্ডার করে গ্রাহকরা পাচ্ছেন আরও ২টি ব্যুফে ফ্রি। ফলে, কোনো স্পেশাল কার্ড ছাড়াই পাঁচ তারকা হোটেলে বন্ধু ও পরিবারের সাথে প্রিয় মুহূর্তগুলো উপভোগ করার পাশাপাশি দেশ বিদেশের এক্সক্লুসিভ ও এক্সোটিক ডিশগুলোর স্বাদ নিতে পারছেন বিকাশ গ্রাহকরা।

১৯ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই ফেস্টিভ্যালে গ্রাহকরা সি ফুড পায়েলা ভ্যালেন্সিয়া, স্মোকড হিলসা, জাম্বালায়া রাইস, চিতল ফিস কোফতা, ইলিশ ভর্তা, টুনা অ্যান্ড স্যামন তেরিয়াকি, ফিস সায়াদিয়েহ, বিটরুট স্যামন গ্র্যাভল্যাক্স সহ লাইভ সি ফুড এক্সপেরিয়েন্স কাউন্টারে নানা ধরনের দেশিও ও আন্তর্জাতিক ডিশগুলোর স্বাদ গ্রহণ করতে পারবেন এখন বিকাশ পেমেন্টেই। গ্রাহকরা এসময় ৯,৪৫০ টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে আকর্ষণীয় এই ‘বাই ওয়ান গেট টু’ অর্থাৎ ৩ জনের জন্য ব্যুফে অফারটি উপভোগ করতে পারবেন। ফেস্টিভ্যাল চলাকালীন একজন গ্রাহক এক বারই অফারটি নিতে পারবেন।

বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে, *২৪৭# ডায়াল করে, বিকাশ অ্যাপ থেকে কিউআর স্ক্যান করে সরাসরি ভিসা কার্ড দিয়ে এবং বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ পেমেন্টের মাধ্যমে অফারটি উপভোগ করা যাবে। অফারটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই https://www.bkash.com/campaign/payment-sheraton-coastalcarnival-jul25 লিংকে।

(ঢাকা টাইমস/১৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা