জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসি এর ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লাখ ৯ হাজার ৮১০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ১৩৭ কোটি টাকা, এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৮ শতাংশ।
সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ব্যাংকের ব্যবসায়িক বিভিন্ন খাতের অবস্থা তুলে ধরেন। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি, ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম, মো. ওবায়দুল হকসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণ ও মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানী সচিব মো. আব্দুল আলীম খান।
সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, অ্যাপসভিত্তিক বিশ্বমানের আধুনিক ব্যাংকিং সেবা ই-জনতা চালু করেছে জনতা ব্যাংক। কোন চেক বই ছাড়াই এনড্রয়েড মোবাইলে QR কোড স্ক্যান করে ই-জনতা অ্যাপসের মাধ্যমে ব্যাংকের যে কোন শাখা থেকে টাকা উত্তোলন করা যায়। যে কোন ব্যাংকে অর্থ প্রেরণ, ডিপিএস ও ঋণের কিস্তি প্রদানেরও সুবিধা রয়েছে। এছাড়া বিকাশ বা নগদ ওয়ালেটেও টাকা পাঠানোর সুবিধা রয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান জানান, ২০২৪ সালে ভ্যাট ও আবগারি শুল্ক বাবদ জনতা ব্যাংক সরকারি কোষাগারে মোট ১ হাজার ৫৬০ কোটি টাকা জমা করেছে, যা আগের বছরের চেয়ে ১২৩ কোটি টাকা বেশি। এছাড়া জনতা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১৭ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে।
(ঢাকা টাইমস/১৩জুলাই/এসএ)

মন্তব্য করুন