বনানীতে পথশিশু ধর্ষণ

রাজধানীর বনানীর কানসার হাসপাতাল এলাকায় ৯ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
বনানী থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পাই আমরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, শিশুটি ফুটপাতে থাকতো। রাতে অজ্ঞাতপরিচয়ের কোন ব্যক্তি তার ওপর নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এখন ওসিসিতে তার চিকিৎসা চলছে।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএম)

মন্তব্য করুন