অভিষেকেই রেকর্ডবই ওলটপালট করলেন মুল্ডার, টেস্টে ট্রিপল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১৭:৪১| আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৮:১৫
অ- অ+

ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচেই ঝলসে উঠলেন ব্যাট হাতে—তাঁর ব্যাট থেকে এল রুদ্ধশ্বাস ৩০০ রানের ইনিংস, যা কেবল নজিরবিহীন নয়, বরং ইতিহাস-গড়া কীর্তিও বটে।

এই ইনিংসের মাধ্যমে মুল্ডার হলেন বিশ্ব ক্রিকেটে টেস্ট নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার। একইসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন।

এর আগে, ২০১২ সালে ইংল্যান্ডের ওভালে ৩১১ রানের অনবদ্য ইনিংস খেলে হাশিম আমলা ছিলেন প্রোটিয়াদের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান। আজ সেই তালিকায় যোগ হলো মুল্ডারের নাম, আর তাঁর এই ইনিংস যেন আরও অনন্য কারণ, অধিনায়কত্বের অভিষেকেই এল এই মহাকাব্যিক ইনিংস।

আজ টেস্টের দ্বিতীয় দিনে ২৬৪ রানে অপরাজিত থেকে ব্যাটিং শুরু করেন মুল্ডার। দ্রুতই তিনি ভেঙে দেন গ্রায়েম স্মিথের রেকর্ড—দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংস (২৭৭ রান, ইংল্যান্ডের বিপক্ষে, ২০০৩)।

এরপর মুল্ডার ছুঁলেন আরেকটি অনন্য উচ্চতা—২৯৭ বলে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করে তিনি উঠে এসেছেন টেস্ট ইতিহাসের দ্রুততম ট্রিপল সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন বীরেন্দ্রর শেবাগ, যিনি ২০০৮ সালে ২৭৮ বলে করেছিলেন ট্রিপল সেঞ্চুরি।

অভিষেকেই এমন কীর্তি মুল্ডারকে বসিয়েছে কিংবদন্তিদের কাতারে। বিশ্বজুড়ে ব্যাটাররা যেখানে অভিষেকের চাপ সামলাতেই হিমশিম খান, সেখানে মুল্ডার নিজের নেতৃত্বের প্রথম ম্যাচেই দেখালেন ব্যতিক্রমী আত্মবিশ্বাস, ধৈর্য ও ক্রিকেট মেধা।

প্রোটিয়াদের এই তরুণ নেতার ইনিংস শুধু এক ম্যাচে দলকে এগিয়ে নেওয়ার গল্প নয়, বরং ভবিষ্যতের এক উজ্জ্বল প্রতিশ্রুতি—দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আবারও ব্যাটে নেতৃত্বে এক নতুন সময়ের সূচনা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা