রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১৫:০৯| আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৬:৫৫
অ- অ+

ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ‘রামায়ণ’। পৌরাণিক গল্পে নির্মিত এ সিনেমা মুক্তি পাবে দুই ভাগে। প্রথম পর্ব আসবে ২০২৬ সালের দীপাবলিতে, আর পরের বছরের একই উৎসবে আসবে দ্বিতীয় পর্ব। কয়েক দিন আগে শেষ হয়েছে প্রথম ভাগের শুটিং, আর দ্বিতীয় অংশের কাজ শুরু হবে আগস্ট থেকে।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক গল্পে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রাবণের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি অভিনেতা ইয়াশ। এ ছাড়া সীতা হয়েছেন সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে আর হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। সংগীত করেছেন দুই অস্কারজয়ী সংগীত পরিচালক হান্স জিমার ও এ আর রাহমান। হলিউডের কয়েকটি নামী স্টুডিওকে যুক্ত করা হয়েছে গ্রাফিকস ও অ্যানিমেশনের কাজে।

এতদিন গুঞ্জন চললেও এবার আনুষ্ঠানিকভাবে সামনে এসেছে সিনেমার প্রথম ঝলক এবং বাজেট—যা এক লাফে পৌঁছে দিয়েছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের শীর্ষে।

‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল প্রযোজনা। বলিউড হাঙ্গামা জানিয়েছে, দুই পর্ব মিলিয়ে সিনেমার বাজেট ১,৬০০ কোটি রুপি! যার মধ্যে প্রথম পর্বে খরচ হয়েছে ৯০০ কোটি, দ্বিতীয় পর্বে ৭০০ কোটি। লক্ষ্য শুধু ভারত নয়—সারা বিশ্বের দর্শকের কাছে পৌরাণিক এই গল্পকে তুলে ধরা।

সম্প্রতি প্রকাশিত তিন মিনিটের একটি পরিচিতিমূলক ভিডিওতে রণবীর ও ইয়াশের লুক দর্শকদের মুগ্ধ করেছে। পুরো সিনেমা না দেখেই আলোচনা এখন তুঙ্গে। বাকি চরিত্ররা এখনো আড়ালেই, যা বাড়িয়ে দিয়েছে অপেক্ষার রোমাঞ্চ।

রামায়ণ সিনেমার জন্য নিজেকে ঢেলে দিয়েছেন রণবীর কাপুর। রামের চরিত্রে নিজেকে খাপ খাওয়াতে হাড়ভাঙা খাটুনি করেছেন তিন বছর ধরে। ত্যাগ করেছেন মদ্যপান, এমনকি মাংস খাওয়াও। ‘অ্যানিমেল’-এর মতো উগ্র পুরুষত্বের সিনেমা করার পর রামের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে বিতর্ক উঠেছিল। তবে এ চরিত্রে রণবীরের লুক দেখার পর সব বিতর্ক উবে গেছে। ভারতীয় সিনেমার বক্স অফিসে রামায়ণ যে নতুন ইতিহাস রচনা করতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

(ঢাকাটাইমস/৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে মাহিয়া মাহি
তাণ্ডব পাইরেসিতে তিনজন গ্রেপ্তার, একজন সিনেমা হলের অপারেটর: ডিবি
তাণ্ডব পাইরেসি, মামলার প্রধান আসামি টিপু সুলতানসহ গ্রেপ্তার ২
ঈদে ছয় সিনেমা মুক্তি, কোনটি কতটি হলে চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা