ট্রাম্পের বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১৪:০০
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিতের ঘোষণা বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করেছেন। এতে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায়।

সোমবার (৭ জুলাই) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩১১ দশমিক শূন্য ৯ ডলারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ দশমিক ৩০ ডলারে।

রোববার ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে দেশগুলোকে নতুন উচ্চহারে শুল্ক কার্যকরের বিষয়ে অবহিত করা হবে এবং ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। এর মধ্যে কিছু দেশের জন্য নতুন শুল্ক কার্যকর করার সময়সীমা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সোমবার সরকারি ছুটির কারণে বাজার বন্ধ ছিল। রবিবার ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির আলোচনা করতে ৯ জুলাই পর্যন্ত সময় বাড়ানোর ঘোষণা দেন।

এর আগে শুক্রবার ট্রাম্প ইউরোপীয় পণ্যে শুল্ক আরোপের হুমকি নবায়ন করলে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া কিন্তু সেখানে তৈরি নয় এমন অ্যাপল আইফোনে ২৫% শুল্ক আরোপের কথা বললে স্বর্ণের দাম ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো সপ্তাহ পার করে।

বিশ্লেষকরা বলছেন, এই স্বল্পমেয়াদী শুল্ক ছাড়ের ঘোষণাই স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন, ফলে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে।

বিশ্ববাজারে রুপার দামও দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ ডলারে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৫৮ দশমিক ৬২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ দশমিক ২৩ ডলারে।

বিশ্লেষক কেলভিন ওয়াং জানান, এ স্বল্পমেয়াদী শুল্ক ছাড়ের ঘোষণা স্বর্ণের দামে দুর্বলতা সৃষ্টি করেছে। আগামীতে স্বর্ণের দাম ৩ হাজার ৩২০ ডলারের আশপাশে ওঠানামা করতে পারে, যেখানে সর্বোচ্চ প্রতিরোধ মাত্রা ৩ হাজার ৩৬০ ডলার।

এদিকে, ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়েছেন, যারা ব্রিকস জোটের কথিত ‘অ্যান্টি-আমেরিকান’ নীতিকে সমর্থন করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি এই ‘অ্যান্টি-আমেরিকান’ নীতির ব্যাখ্যা দেননি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বাণিজ্য উত্তেজনা ও নতুন শুল্কের কারণে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, যার প্রভাব পড়বে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পরিকল্পনার ওপরও। বর্তমানে বিনিয়োগকারীরা বছরের মধ্যে মাত্র দুটি সুদের হার কমানোর প্রত্যাশা করছে।

গত সপ্তাহেই ট্রাম্প বড় আকারের করছাড় ও সরকারি ব্যয় বৃদ্ধির বিল আইনে পরিণত করেছেন, যা আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ ট্রিলিয়ন ডলারের বেশি বাড়াতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

এদিকে, এপ্রিল মাসে হংকংয়ের মাধ্যমে চীনের নিট স্বর্ণ আমদানি মার্চের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে এবং ২০২৪ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রবিবার সিটি ব্যাঙ্ক তাদের স্বর্ণের ০-৩ মাসের মূল্য লক্ষ্যমাত্রা ৩,১৫০ ডলার থেকে বাড়িয়ে ৩,৫০০ ডলার/আউন্স করেছে। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন শুল্কনীতি, ভূরাজনৈতিক ঝুঁকি এবং বাজেট সংক্রান্ত উদ্বেগ।

ভূরাজনৈতিক ঝুঁকির মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনীয় কর্মকর্তারা ও জরুরি সেবা বিভাগ জানায়, রাশিয়া টানা তৃতীয় রাত ইউক্রেনে হামলা চালিয়েছে, একদিন আগে যুদ্ধের সবচেয়ে বড় আকাশ হামলা হয়েছে।

স্পট সিলভার ০.৩% কমে দাঁড়িয়েছে ৩৩.৩৮ ডলারে, প্লাটিনাম ০.৬% কমে ১,০৮৮.৫৩ ডলারে এবং প্যালাডিয়াম ০.৬% কমে ৯৮৭.২৭ ডলারে নেমে এসেছে।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে তিন দিনের আলোচনা শেষ, আশাবাদী বাংলাদেশ
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলিছি, আমরা লজ্জিত: জামায়াত আমির
গাজায় খাবারের অভাবে মানুষের জীবন হুমকির মুখে, ডব্লিউএফপি’র সতর্কবার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা