বাবার গুলিতে ভারতীয় টেনিস তারকা রাধিকা যাদবের মৃত্যু

মাত্র ২৫ বছর বয়সে মর্মান্তিকভাবে জীবন শেষ হয়ে গেল ভারতের উঠতি টেনিস তারকা রাধিকা যাদবের। নিজ বাসভবনে পিতার গুলিতে নিহত হয়েছেন এই প্রতিভাবান ক্রীড়াবিদ। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় টেনিস ফেডারেশন (আইটিএফ) জানায়, রাধিকা যাদব পেশাদার সার্কিটে ৩৬টি সিঙ্গলস এবং ৭টি ডাবলস ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের মার্চে তিনি শেষবার কোর্টে নামেন। এরপর নিজ এলাকায় একটি টেনিস একাডেমি গড়ে তোলেন এবং কোচ হিসেবে তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।
তবে এই একাডেমি নিয়েই শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। পুলিশ জানিয়েছে, দীপক যাদব শুরু থেকেই মেয়ের একাডেমি পরিচালনায় আপত্তি জানিয়ে আসছিলেন। স্থানীয়দের মন্তব্য অনুযায়ী, মেয়ের উপার্জনে সংসার চলা নিয়ে সামাজিক কটাক্ষে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি।
স্থানীয় থানার ওসি বিনোদ কুমার বলেন, ‘দীপক দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। অনেকবার মেয়েকে একাডেমি বন্ধ করার কথা বললেও রাধিকা রাজি হননি।’
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দীপক যাদব নিজের দোষ স্বীকার করে পুলিশকে জানিয়েছেন, ‘আমি পেছন থেকে তিনটি গুলি চালিয়েছি, কারণ সে একাডেমি বন্ধ করেনি।’
রাধিকা যাদব ছিলেন ভারতের এক সম্ভাবনাময় ক্রীড়াবিদ, যিনি আন্তর্জাতিক টেনিস অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছিলেন প্রশিক্ষণ একাডেমি। কিন্তু নিজ স্বপ্নের পথেই নির্মমভাবে থেমে গেল তার জীবনযুদ্ধ।
(ঢাকাটাইমস/১১জুলাই/এলএম)
মন্তব্য করুন