সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১৯:১৭
অ- অ+

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মৃত্যুর পর তিন দিন পার হলেও মৃত আব্দুস সাত্তারকে (৬৫) পুনরায় দাফন করা হয়েছে তার নিজ বাড়ির উঠানে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (৯ জুলাই)। ওই দিন মারা যান আব্দুস সাত্তার। পরিবারের সদস্যরা সেদিনই তাকে সোনামুখী জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করেন। পরদিন কুলখানি এবং দোয়া মাহফিলের আয়োজনও করা হয়। সবকিছুই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু রবিবার (১৩ জুলাই) গভীর রাতে হঠাৎ করেই ঘটনার মোড় ঘুরে যায়। গভীর রাতে কে বা কারা কবর খুঁড়ে মরদেহ তুলে নিয়ে যায় এবং সকালে দেখা যায়, ওই মৃত ব্যক্তির বাড়ির উঠানে একটি নতুন কবর।

মৃতের ভাতিজার সাথে কথা হলে তিনি বলেন, সকালে খবর পেয়েছি বাড়ির উঠানে কবর খুঁড়ে মরদেহ দাফন করা হয়েছে। তারপর নিশ্চিত হওয়ার জন্য কবরস্থানে যেয়ে কবর খুঁড়ে দেখি মরদেহ নেই। এরপর বাড়িতে চলে এসেছি। কারা করেছে তা জানা নেই।

স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুস সাত্তার ছিলেন একজন তরিকাপন্থি ব্যক্তি এবং ওরশ-মাহফিল আয়োজন করতেন। জীবিত থাকতেই তিনি নিজের বাড়ির উঠানেই দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে পরিবারের সদস্যরা সেই ইচ্ছাকে অগ্রাহ্য করে কবরস্থানে দাফন করেন। এ কারণেই তার ভক্তরা কবরস্থান থেকে মরদেহ তুলে নিজ বাড়িতে পুনরায় দাফন করেছেন কিনা সেটা ও পরিষ্কার না। তবে ধারণা করা হচ্ছে যে তার ভক্তরাই এই কাজ করেছে।

স্থানীয় বাসিন্দা নবীর উদ্দিন শেখ বলেন, রাতের বেলায় কবরস্থানে খোঁড়াখুঁড়ির শব্দ শুনে এগিয়ে গেলে দেখি পাঁচজন পাঞ্জাবি পরা লোক কবর খুঁড়ছে। আমাকে ধমক দিয়ে চলে যেতে বলে। আমি ভয় পেয়ে সেখান থেকে সরে আসি।

স্থানীয় ইউপি সদস্য ও কবরস্থানের তত্ত্বাবধায়ক বেল্লাল হোসেন বলেন, তরিকাপন্থি ভক্তরা শুরু থেকেই কবরস্থানে দাফনের বিরোধিতা করছিলেন। জানাজার আগ মুহূর্তেই তারা বলেছিলেন, মরদেহ কবরস্থানে দাফন না করে নিজ বাড়িতে দাফন করতে হবে। সম্ভবত তারাই রাতের আঁধারে মরদেহ তুলে এনে বাড়িতে পুনরায় দাফন করেছেন। তবে কারা এটি করেছে তা সঠিকভাবে কেউ বলতে পারছে না।

তরিকাপন্থি ব্যক্তিদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলার চেষ্টা করা হয়। তবে এদের মধ্যে কেউ কিছু জানেন না বলে জানিয়েছেন। আর কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এবিষয়ে কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কবরস্থান থেকে লাশ তুলে নিয়ে গিয়ে বাড়িতে দাফনের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

(ঢাকা টাইমস/১৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা