ভাটারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ১৬ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১৭:১৫
অ- অ+

ঢাকার ভাটারা এলাকায় এক তরুণীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় ১৬ ঘণ্টার মধ্যে তার স্বামীকে (কামরুজ্জামান) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সোনামুড়া এলাকা থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।

এদিন দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ জুলাই সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ভাটারা থানাধীন খিলবাড়িরটেক এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এছাড়া তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ অল্প সময়ের মধ্যে ভিকটিমের পরিচয় শনাক্ত করে।

এ ঘটনায় তামান্নার মা মোছা. আম্বিয়া খাতুন ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, মামলা রুজুর পর ভাটারা থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মাত্র ১৬ ঘণ্টার মধ্যে তামান্না আক্তারের স্বামী কামরুজ্জামানকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সোনামুড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিন বছর আগে তামান্না আক্তার ও কামরুজ্জামানের বিয়ে হয়। বিয়ের পর তারা গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় গার্মেন্টস/ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালাতেন। গত০৪ জুলাই রাতে তারা ভাটারা থানাধীন খিলবাড়িরটেক এলাকায় একটি ৬ তলা ভবনের ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। একইরাতে পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির এক পর্যায়ে কামরুজ্জামান তার স্ত্রী তামান্না আক্তারের গলা টিপে এবং বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা