সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১৩:৪৩
অ- অ+

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা।

আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তাঁরা এই বিক্ষোভ মিছিল শুরু করেন । শাহবাগ থেকে মিছিল নিয়ে তাঁরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবন ঘেরাও করেন ।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, মৌখিক পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে ফেল করানো হয়েছে।

এক আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, ‘আমরা বৈষম্যের শিকার হয়েছি। যারা লিখিত পরীক্ষায় পাস করেছে, মৌখিকেও অংশ নিয়েছে, তাদের সবার যোগ্যতা রয়েছে। অথচ ৮৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ২৩ হাজারকে অকৃতকার্য দেখানো হয়েছে। এটি অন্যায়।

আন্দোলনকারীদের দাবি, মৌখিক পরীক্ষায় ফেল দেখানো পরীক্ষার্থীদেরও পাস করিয়ে সনদ দিতে হবে। এই দাবিতে আন্দোলন চলবে বলে জানান তারা।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অকাল মৃত্যু ঠেকাতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি: ১৯ সংগঠন
ছাত্রদল কমিটি ঘোষণার জেরে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
তোফায়েল বনাম শেখ সেলিম: আ.লীগের রাজনীতিতে কে বেশি ক্ষমতাবান ছিলেন?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা