ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা

শ্বাসরুদ্ধকর এক জয়ে শ্রীলঙ্কা সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে টাইগাররা।
আজ কলম্বোতে ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। পরে মিডল অর্ডারে ধস নামে। এরপর আর ফিরতে পারেনি লঙ্কানরা। প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকে হারার পর এবার পিছিয়ে থেকেও দারুণ জয় পেল বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সবক’টি উইকেট হারিয়ে ২৪৮ রান করে সফরকারি বাংলাদেশ দল। এরপর ২৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে টাইগারদের বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি লঙ্কানরা।
ব্যাট হাতে দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন, বোলিংয়েও শুরুর আঘাতটা করেন তানজিম হাসান সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই পাথুম নিশাঙ্কাকে (৫) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার। ৬ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬৯ রানের ঝোড়ো জুটি গড়েন কুশল মেন্ডিস আর নিশান মাদুশকা। মাদুশকাকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম। লঙ্কানরা জয়ের পথেই ছিল। তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশি স্পিনাররা।
তানভীর নিজের পরের ওভারে এলবিডব্লিউ করেন ২০ বলে ফিফটি হাঁকানো কুশল মেন্ডিসকেও। ৩১ বলে ৯ চার আর ১ ছক্কায় ৫৬ রানে সাজঘরের পথ ধরেন কুশল। ৭ রানের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ।
এরপর চারিথ আসালাঙ্কাকে ৬ রানেই আউট করে দেন শামীম পাটোয়ারী। একশর আগে (৯৯ রানে) ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।
কামিন্দু মেন্ডিস প্রতিরোধ গড়ে তুলেছিলেন। অবশেষে লঙ্কান ব্যাটিংয়ের এই স্তম্ভ পড়েন ফঁদে। তানভীরের বলে মিডউইকেটে দাঁড়িয়ে ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ৫১ বলে ৩৩ রানে ফেরেন কামিন্দু। শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের পতন ঘটে ১২৬ রানে।
দুনিথ ভেল্লালেগেকে দ্রুত সাজঘরে ফেরান শামীম। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর ভানিন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনাইথ লিয়ানাগে। তবে ১৬ বলে ১৩ রানের বেশি করতে পারেননি হাসারাঙ্গা। তাকে ফিরিয়েছেন মিরাজ।
মহেশ থিকশানাও বেশিক্ষণ টিকতে পারেননি। তানভীরের বলে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এই উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার।
শেষদিকে লিয়ানাগে একাই লড়াই করেছেন। ৮৫ বলে করেছেন ৭৮ রান। তবে তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি। দুশমন্থা চামিরা ৩১ বলে ১৩ রান করেছেন। আর আসিথা ফার্নান্দো অপরজাইত ছিলেন ৩ রান করে।
বাংলাদেশের হয়ে ৩৯ রানে ৫ উইকেট পেয়েছেন তানভীর। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন তানজিম সাকিব। একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ ও শামীম হোসেন।
এর আগে সবক’টি উইকেট হারিয়ে ২৪৮ রান করে বাংলাদেশ। ফলে ২৪৯ রানের টার্গেট দিতে সক্ষম হয় লঙ্কানদের।
সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ জুলাই মঙ্গলবার।
(ঢাকাটাইমস/৫জুলাই/আরকে)

মন্তব্য করুন