গাজায় বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু

অবরুদ্ধ গাজার একটি এলাকার রাস্তায় বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, সোমবার রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং ১৪ জন আহত হন। নিহত দুই সেনার নাম প্রকাশ করা হয়েছে।
নিহত দুই সেনা হলেন— স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)।
জেরুজালেমের বাসিন্দা এই দুই সেনা কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সেনাদের নাম পরে প্রকাশ করবে বলে জানায় আইডিএফ।
খবরে বলা হয়, আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে পদাতিক সেনাদের স্থল অভিযানের সময় রাস্তার পাশে একটি বোমার বিস্ফোরণে আহত হন। তাদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। সেনাদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়।
এ অভিযানের লক্ষ্য হলো— এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সামরিক অভিযানে গাজার দুই-তৃতীয়াংশ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। হত্যা করেছে ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে। তাদের হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।
(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

মন্তব্য করুন