শাহজালালে কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা আতঙ্ক’, তল্লাশি শেষে যা জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৫, ২০:৩৬
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৩-এ ‘বোমা রয়েছে’—এমন একটি ফেইক কলের জেরে শুরু হয় চরম নিরাপত্তা তৎপরতা। তবে শেষ পর্যন্ত উড়োজাহাজে কোনও বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ঢাকা থেকে ছাড়ার কথা ছিল। ফ্লাইটটির পাইলট ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। উড্ডয়নের প্রস্তুতির সময়ই একটি অজানা নম্বর থেকে ফোন করে জানানো হয়—ফ্লাইটটিতে বোমা রয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ.বি.এম. রওশন কবীর জানান, “একটি অজানা নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে, ফ্লাইটে বোমা রয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজ থেকে সরিয়ে আনা হয়।”

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় চলে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুরো উড়োজাহাজে তল্লাশি চালায়।

এ.বি.এম. রওশন কবীর আরও জানান, “এটি ছিল একটি ফেইক কল। তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাবে।”

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা