সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে ’অলআউট অ্যাকশনে’ নামছেন সেলিম প্রধান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার ‘অলআউট অ্যাকশনে’ নামছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। উদ্দেশ্য—রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা।
গত কয়েক বছর ধরে নিজ উদ্যোগে এলাকার অপরাধমুক্তকরণে একক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেলিম প্রধান। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের রোষানলে পড়েও থেমে যাননি তিনি।
কিন্তু এসব বাধা তাকে দমাতে পারেনি। বরং আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে রূপগঞ্জ পরিস্কারে এবার অল আউট অ্যাকশন অভিযান” শুরু করতে চলেছেন চলতি জুলাই মাসেই।
সেলিম প্রধানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় শহীদ ফারহান ফাইয়াজ রাতুল নিহত হন। তার স্মরণে এই বছরও ঠিক সেই দিনেই রূপগঞ্জে নতুন অভিযানে নামবেন তিনি।
সূত্র আরও জানায়, রূপগঞ্জ এখনও বাংলাদেশের অন্যতম অপরাধপ্রবণ অঞ্চল। যেখানে স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই, প্রতিদিন ঘটে যাচ্ছে খুন, ছিনতাই, মাদক কেনাবেচার মতো ঘটনা। স্বৈরাচারী সরকারের এমপি-মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও শামীম ওসমান গত আন্দোলনের পর পিছু হটলেও, তাদের গ্যাংয়ের অনেকে এখনো সক্রিয়—কারো কারো আশ্রয় মিলেছে ভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায়। ফলে সাধারণ মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। এজন্য রূপগঞ্জ পরিস্কার অভিযানে এবার তিনি বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনিক মহল এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে চিঠি দিয়েছেন এই অভিযানে সহযোগিতা করতে।
ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এবারের অভিযানে বড় কিছু চমক রাখতে চলেছেন এই ব্যবসায়ী। থাকছে সুপরিকল্পিত পদক্ষেপ ও জনসম্পৃক্ততা।
জানা গেছে, সেলিম প্রধান আগামী ১৫ জুলাই নারায়ণগঞ্জে একটি সংবাদ সম্মেলন করবেন, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ‘রূপগঞ্জ ক্লিন অভিযানের’ ঘোষণা দেবেন। সেখানেই জানানো হবে তার পরবর্তী পদক্ষেপ ও কর্মকৌশল।
(ঢাকাটাইমস/১১জুলাই/এলএম)
মন্তব্য করুন