রাজবাড়ীতে বিদ্যুৎ বিল প্রতারণায় কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযুক্ত মোক্তার গ্রেপ্তার

রাজবাড়ীতে বিদ্যুৎ বিল আদায়ের নামে কোটি টাকা প্রতারণার অভিযোগে পলাতক থাকা সেই ওজোপাডিকোর পিচরেট কর্মচারী (অবৈধ মিটার রিডারম্যান) মো. রেজাউল ইসলাম মোক্তার (৪০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল গাজীপুরের শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
তিনি জানান, “রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাজীপুরের শিমুলতলী থেকে প্রতারক মোক্তারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর রাতেই তাকে রাজবাড়ীতে নেওয়া হয়।”
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, “তথ্য প্রযুক্তি এবং গোপন সূত্রের সহায়তায় মোক্তারের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”
উল্লেখ্য, অভিযুক্ত মোক্তার দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে বিদ্যুৎ বিলের বিপরীতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন এবং পরে গা-ঢাকা দেন। তার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
(ঢাকাটাইমস/১১জুলাই/এলকে)

মন্তব্য করুন