উত্তর সিটি কর্পোরেশনের অভিযান

ভেঙে ফেলা হল মোহাম্মদপুর কৃষি মার্কেটের দ্বিতীয় তলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১৭:৪৯| আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:০১
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তৈরি এক তলা মার্কেটের ওপর অবৈধভাবে গড়ে তোলা দ্বিতীয় তলার অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় কৃষি মার্কেটের আশপাশে ফুটপাতগুলো উচ্ছেদ করা হয়।

‎বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৫ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান করা হয়।

জানা যায়, ২০২৩ সালে ১৪ সেপ্টেম্বর মোহাম্মদপুর কৃষি মার্কেট অগ্নিকান্ডে পুড়ে ধ্বংস্তুপে পরিনত হয়। এ ঘটনার পর ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পুড়ে যাওয়া আধাপাক মার্কেট কে এক তলা মার্কেট তৈরি করার কার্যক্রম শুরু করে। এ সময় সিটি কর্পোরেশন থেকে দোকান বরাদ্দ পাওয়া ৪১১ জন দোকান মালিককে ক্ষতিপূরন দেওয়া হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, সিটি কর্পোরেশন মার্কেট ১ তলা সম্পূর্ন করার পর বাজার কমিটি নামে একটি চক্র মার্কেটের দ্বিতীয় তলার দোকান তৈরির কাজ শুরু করে। ফলে নতুন করে তৈরি করা ৪১১ জন ব্যবসায়ীর জন্য নির্মান করা নতুন দোকানগুলো খোলা অনিশ্চতায় পড়ে যায়। দ্বিতীয় তলা তৈরির কাজ শুরু করার পর দোকান মালিকরা বেশ কয়েক দফায় সিটি কর্পোরেশনকে বিষয়টি অবগত করে। এরপর সিটি কর্পোরেশন দ্বিতীয় তলায় নির্মান কাজ বন্ধ রাখতে কয়েক দফায় নোটিশ দেয়। সেই নোটিশ বাজার কমিটি অমান্য করে দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করে। সর্বশেষ দ্বিতীয় তলা অবৈধ ঘোষনা করে তা উচ্ছেদ করতে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় ঘেরাও করে ক্ষুদ্ধ ব্যবসায়ীরা। এই ঘটনার পর আজ কৃষি মার্কেটের অবৈধভাবে গড়ে তোলা দ্বিতীয় তলা ও ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন।

‎কৃষি মার্কেটের ব্যবসায়ী হোসেন ফেব্রিক্স এর মালিক আবুল হোসেন জানান, আমাদের দোকানগুলো পুড়ে যাওয়ার পর নতুন করে দোকান তৈরির উদ্যোগ নেয় সরকার। এতে আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান পেলেও আমরা মার্কেটে দোকান খুলতে পারছি না। বাজার কমিটির নামে একটি দুষ্টচক্র আমাদের মার্কেট খুলতে বাঁধা দিচ্ছে। তারা অবৈধভাবে দ্বিতীয় তলা তৈরি করে দোকান বরাদ্দ দেওয়া শুরু করেছিলো। আমরা চাই সিটি কর্পোরেশন দ্রুত আমাদের দোকানগুলো বুঝিয়ে দিয়ে ব্যবসার পরিবেশ ফিরিয়ে দিয়ে আমাদের রোজগারের ব্যবস্থা করে দিবে।

‎মোহাম্মদপুর বস্ত্র বিতানের মালিক দলিল উদ্দিন আখন্দ বলেন, আমাদের দোকান পুড়ে যাওয়ার পর আমরা অনেক ব্যবসায়ী না খেয়ে দিন পাড় করতে হয়েছে৷ ব্যবসায়ী ক্ষতির ধাক্কা সহ্য করতে না পেরে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন এসে একটি চক্র অতি লোভের আশায় আমাদের ব্যবসায় বাঁধা দিচ্ছে। তারা অবৈধভাবে দুই তলা তৈরি করে সেখানে দোকান বিক্রি করা শুরু করেছে। আজকে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে আমরা স্বাগত জানাই। আমরা ব্যবসায়ীরা চাই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমাদের মূল মালিকদের দোকানগুলো আমাদের দ্রুত হস্তান্তর করা হোক।

‎এছাড়াও, হিমেল ফ্যাশনের মালিক আলী হায়দার সহ কৃষি মার্কেটের কয়েক'শ দোকান মালিক সিটি কর্পোরেশনের এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, আমরা যারা সিটি কর্পোরেশনের থেকে দোকান মালিক ছিলাম। সেসব দোকান মালিককে আমাদের দোকানগুলো খুব শীঘ্রই বুঝিয়ে দিয়ে যেন আমাদের রোজগারের ব্যবস্থা করা হয়। কারণ, দোকান পুড়ে যাওয়ার পর গত দুই বছর যাবৎ অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে। অনেকের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আবার অনেকে পরিবারের সদস্যদের আর্থিক টানাপোড়নের চিন্তায় স্ট্রোক করে দুনিয়া ছেড়ে চলে গেছে।

ব্যবসায়ীদের দাবি, অবৈধ স্থাপনাগুলো দ্রুত অপসারন করে বৈধ স্থাপনাগুলো মালিকদের হস্তান্তর করে দোকান খোলার পরিবেশ করা হোক। ‎ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেট ১ তলা মার্কেট বৈধভাবে অনুমোদন দিয়েছি বাকি দ্বিতীয় তলা সম্পূর্ন অবৈধ। তাই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। খুব শীঘ্রই বৈধ দোকান মালিকদের দোকানগুলো হস্তান্তর করে মার্কেট খুলে দেওয়া হবে। এছাড়াও, আজকের উচ্ছেদ অভিযানে অপসারন করা মালামালগুলো ১ লাখ টাকা ২৫ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে। যা সরকারি কোষাগারে জমা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা