কুমিল্লায় ব্র্যান্ডের চালের বস্তায় লোকাল চাল, ৬০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার বুড়িচংয়ে নামিদামি ব্র্যান্ডের চালের বস্তায় মিলল স্থানীয়ভাবে উৎপন্ন হওয়া বিভিন্ন লোকাল চাল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পারুয়া এলাকায় অবস্থিত অটো রাইস মিলগুলোতে পরিচালিত অভিযানে এমন চিত্র উঠে এসেছে। চালের বাজারে অস্থিরতা ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে দেখা যায়, কিছু রাইস মিল সরকার নির্ধারিত নিয়ম ভঙ্গ করে চালের বস্তায় মিলগেট মূল্য ও উৎপাদনের তারিখ উল্লেখ না করে বাজারজাত করছে। এছাড়া বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চালের বস্তায় স্থানীয় (লোকাল) চাল ভরে বিক্রি করারও প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে জাপান-বাংলা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা এবং মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে মিল মালিকদের ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয় এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এছাড়া, অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলার খাদ্য পরিদর্শক সুভাষ চন্দ্র দেব নাথ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘বুড়িচংয়ে আমরা অভিযান চালাই। দুটি প্রতিষ্ঠান বিভিন্ন নামিদামি চালের ব্র্যান্ডের বস্তার মধ্যে লোকাল চাল ঢুকিয়ে বিক্রি করছে৷ এসব অভিযানে তাদেরকে ৬০ হাজার টাকা জরিমানা করি। আগামীতে তারা যেন সতর্কতা থাকে সে বিষয়ে বলে আসে। চালের বাজার নিয়ন্ত্রণে আমরা এমন অভিযান অব্যাহত রাখব।
(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

মন্তব্য করুন