আর্থিক সহায়তা না পেয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে আহতদের ভাঙচুর

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের একটি অংশ আর্থিক সহায়তা না পেয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষে ভাঙচুর চালিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে বারডেম হাসপাতালের পাশের ওই অফিস কক্ষে প্রথমে তালা লাগানো হয়। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে সেখানে ভাঙচুর করা হয়। এ সময় ২০ থেকে ২৫ জন জুলাই যোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন।
আহত ব্যক্তিদের অভিযোগ, কয়েক দফা ঘোরানোর পর আজ টাকা দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু সন্ধ্যায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর জানান, এদিন সহায়তা প্রদান সম্ভব নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিইওর এ মন্তব্যের পর ক্ষুব্ধ হয়ে কিছু আহত ব্যক্তি অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ সময় এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা ও অসৌজন্যমূলক আচরণ থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
আহত মামুন হোসেন নামের একজন বলেন, “এক কর্মী আমাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন। আমরা বারবার ঘোরানো হচ্ছি। চিকিৎসার খরচের জন্য আবেদন করেছি, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়নি।”
অন্যদিকে, ফাউন্ডেশনের সিইও কামাল আকবর বলেন, “জুলাই আহতদের অনেকেই মানসিক ট্রমায় ভুগছেন এবং অনিশ্চয়তায় আছেন। এ কারণেই হয়তো তারা এমন আচরণ করেছেন।”
তিনি জানান, প্রথম দফায় গুরুতর আহতদের সহায়তা দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় ৮০৬ জন আহতকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে দেওয়া হবে।
(ঢাকাটাইমস/৯জুলাই/এলএম)

মন্তব্য করুন