পাংশায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক বাড়ি ও দোকানপাট ভাঙচুর

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ২০:২৭
অ- অ+

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালের এই ঘটনায় শতাধিক বসতবাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসী জানায়, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর অনুসারীদের বাড়িঘরে হামলা চালান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সমর্থকরা। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এই এলাকায় মাঝে মাঝেই এমন ঘটনা ঘটে। আজ সকালে দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা ভাঙচুরে রূপ নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।’

সাবেক ঊধ্বর্তন সেনা কর্মকর্তার বাড়িতেও হামলা

এ দিন হামলাকারীরা সাবেক সেনা কর্মকর্তা (লেফটেন্যান্ট জেনারেল) এস এম মতিউর রহমানের বাড়িতেও হামলা করে। তবে এসময় বাড়িতে কেউ না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। দুর্বৃত্তরা লাঠি, দা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়ির প্রধান ফটকে আঘাত করে, কিন্তু গেট ভাঙতে ব্যর্থ হয়ে সেখান থেকে সরে যায়।

রাজবাড়ীর পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার ঢাকাটাইমসকে জানান, ওই এলাকায় ঝামেলার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে সাবেক সেনা সেনা কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে এমন তথ্য আমার জানা নেই।

স্থানীয় একাধিক জনপ্রতিনিধি ঢাকাটাইমসকে জানান, হঠাৎই এদিন সকালে হারুন গ্রুপের লোকজন সাবু গ্রুপের অনুসারীদের ওপর সশস্ত্র হামলা করে। এতে প্রায় শতাধিক বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ
গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা