ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা, ভেঙেছে মুহুরী নদীর বাঁধ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১৯:৫৭
অ- অ+

ফেনীতে চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকাল পাঁচটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ভারী বর্ষণের কারণে ফুলগাজী উপজেলার শ্রীপুর রোডে মুহুরী নদীর একটি বাঁধ ভেঙে গেছে। এতে নদী তীরবর্তী কয়েকটি দোকান ধসে পড়ে। পাশাপাশি নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, “মুহুরী নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে পানি দ্রুত বাড়তে পারে। ভাঙন রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ‘এটাই (৪০৬ মিলিমিটার) চলতি বর্ষা মৌসুমে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।আগামী - দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

টানা বর্ষণে ফেনী শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ সকাল থেকেই ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড পেট্রোবাংলা এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। এতে সড়কে চলাচলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন পাঠান বলেন, ‘প্রতিবার বৃষ্টি হলেই এভাবে পানি জমে যায়। জলাবদ্ধতায় দোকানপাট বন্ধ রাখতে হয়। পানি উন্নয়ন বোর্ড আর পৌর কর্তৃপক্ষ শুধু আশ্বাস দেয়, কিন্তু কোনো টেকসই ব্যবস্থা নেয় না।

আবহাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করেছে, টানা বৃষ্টিপাতে জেলার নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে।

(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা