মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ২১:০৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো কলেজছাত্র হিমেলকে ৩ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম তার কার্যালয়ে ৭টি চেকের মাধ্যমে হিমেলের হাতে অনুদান তুলে দেন।

হিমেল উপজেলার গোড়াই লালবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পরিবেশ জলবায়ু ও বন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ প্রত্যেকের স্বেচ্ছাধীন তহবীল থেকে ৫০ হাজার টাকা করে এবং প্রধান উপদষ্টার বিশেষ সহকারীর পক্ষ থেকে ৩৫ হাজার টাকাসহ এই ৩ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এ সময় হিমেলের মা নাসিমা বেগম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজ মিয়া, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি চলছিল। আন্দোলন চলাকালে কতিপয় দুস্কৃতকারী হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের ছুড়া ছররা গুলিতে হিমেলের দুচোখ অন্ধ হয় বলে জানা গেছে।

(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড, তলানিতে বরিশাল
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ
বরগুনায় ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ
সারা দেশে জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা