মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো কলেজছাত্র হিমেলকে ৩ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম তার কার্যালয়ে ৭টি চেকের মাধ্যমে হিমেলের হাতে অনুদান তুলে দেন।
হিমেল উপজেলার গোড়াই লালবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পরিবেশ জলবায়ু ও বন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ প্রত্যেকের স্বেচ্ছাধীন তহবীল থেকে ৫০ হাজার টাকা করে এবং প্রধান উপদষ্টার বিশেষ সহকারীর পক্ষ থেকে ৩৫ হাজার টাকাসহ এই ৩ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
এ সময় হিমেলের মা নাসিমা বেগম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজ মিয়া, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি চলছিল। আন্দোলন চলাকালে কতিপয় দুস্কৃতকারী হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের ছুড়া ছররা গুলিতে হিমেলের দুচোখ অন্ধ হয় বলে জানা গেছে।
(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

মন্তব্য করুন