শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ২৩:২৩
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৩)। আটককৃতরা হলেন মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)।

মঙ্গলবার রাতে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক আটকের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন দুপুর ২টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ক্যানোপি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশিতে মো. হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত মোট স্বর্ণালঙ্কারের ওজন ৮৯৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, এসব স্বর্ণালঙ্কার তারা বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে চোরাচালান সিন্ডিকেটের হয়ে কাজ করছিল।

ঘটনার বিষয়ে এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “আমরা নিয়মিতভাবে চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালান বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপরাধ রোধে আমরা বদ্ধপরিকর।”

আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা