সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ০০:৫৯| আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৫:০১
অ- অ+

রাজধানীর শ্যামপুরে সরকারবিরোধী মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।

সোমবার ভোরে জুরাইন এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে জুরাইনের সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারে প্রায় ২৫-৩০ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের চেষ্টা করেন।

খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকি সকলে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা