সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর শ্যামপুরে সরকারবিরোধী মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।
সোমবার ভোরে জুরাইন এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
শ্যামপুর থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে জুরাইনের সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারে প্রায় ২৫-৩০ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের চেষ্টা করেন।
খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকি সকলে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/৮জুলাই/এলএম)

মন্তব্য করুন