নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবেন না সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ২০:২৯
অ- অ+

নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনের তারিখ তিনি জানেন না। নির্বাচনের দুই মাস আগে বিস্তারিত জানাবেন।

আজ মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি অনুষ্ঠানটি আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, বলেন, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দেবো। ভোটের তারিখের আগে সুতরাং এজন্য একটু ধৈর্য ধরেন। যথাসময়ে আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন।

প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচনের দিনক্ষণ নিয়ে জানতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। তবে নির্বাচন সামসনে রেখে ইসির প্রস্তুতির বিষয়ে ইতিমধ্যে সবাই জেনেছে বলে জানান তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলব না। সকালে একবার বলেছি, নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না। আমি আপনাদের দুই মাস আগে জানাব। পুরো ডিটেইলস জানিয়ে দেব।’

‘কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দেব ভোটের তারিখের আগে। সুতরাং এ জন্য একটু ধৈর্য ধরেন। যথাসময়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন।’ যোগ করেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমাদের প্রশাসন গার্ডারে যে ইমেজ ক্ষুণ্ন হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সুযোগ।’

নির্বাচনের সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের কাছে আবেদন জানিয়ে সিইসি বলেন, ‘আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে, সেটা থেকে আমরা-আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই, আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়।‘

এ সময় সিইসি ১৯৯১, ’৯৬ ও ২০০১ সালের নির্বাচনের উদাহরণ তুলে ধরেন। বলেন, ‘সে সময় যেমন পেরেছি, এবারও ইনশাআল্লাহ সেভাবে প্রমাণ করে ছাড়ব। আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আমাদের আছে এবং আমরা চাইলে এটা করতে পারি। আমি সেই মেসেজটা আপনাদের মাধ্যমে আমার সহকর্মীদের দিতে চাই।’

তার সহকর্মী ও নির্বাচনে সংশ্লিষ্ট সংস্থাগুলো সিরিয়াসলি প্রস্তুতি নচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘তারা প্রিপারেশন নিচ্ছে যাতে একটা সুষ্ঠু নির্বাচন ও এক্সেপটেবল, ক্রেডিবল নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি।’

সিইসি বলেন, ‘সাংবাদিকদের পার্টনার করে আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনের মধ্যে ইনভলভ করব। এই প্রোগ্রাম আমাদের আছে, আশা করি ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারব।’

(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘শাপলা’ না রাখার ব্যাখ্যা দিল ইসি, কোন ১১৫টি প্রতীক চূড়ান্ত তালিকায়
বিগত ৩ নির্বাচনকে ‘ভালো’ সার্টিফিকেট দেয়া পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা