নাহিদ আবার বললেন, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১৭:৫২| আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৭:৫৬
অ- অ+

আওয়ামী লীগ সরকারের বিরেুদ্ধে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আবারও বলেছেন, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো কোনো রাজনৈতিক পক্ষ এর শামিল হতে চাইলে, আমরা তার বিরুদ্ধে যাব। দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না।’ আজ মঙ্গলবার ( জুলাই) বেলা তিনটায় কুষ্টিয়া পাঁচরাস্তা মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।

এর আগে গতকাল জুলাই পদযাত্রা রাজশাহীতে অবস্থানকালে নাহিদ বলেন, জুলাই সনদ, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পথ ধরেই তারা ভারতীয় আগ্রাসন এবং দেশীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদে শামিল হতে চাই, আমরা তার বিরুদ্ধে যাব। বাংলাদেশের মানুষ চায় সংস্কার হোক। দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না।’

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যুর প্রতিবাদী মিছিলেদিল্লি না ঢাকা’ স্লোগান উঠেছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়।

বাংলাদেশপন্থী পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ- এ কথা উল্লেখ করে এনসিপি-প্রধান বলেন, ‘সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ- তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহবান জানাচ্ছি।

‘দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা’র অষ্টম দিনে কুষ্টিয়ায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা।

এর আগে বেলা একটায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা।

কবর জিয়ারত শেষে কুষ্টিয়ার বড়বাজার এলাকা থেকে পদযাত্রা পাঁচরাস্তা মোড় পর্যন্ত হেঁটে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশে যাত্রা করে।

গত জুলাই রংপুর থেকে জুলাই পদযাত্রা শুরু করে এনসিপি।

(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা