অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১৬:৫৬
অ- অ+

উপকূলজুড়ে টানা দুই দিনের অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলাসহ পৌর শহরের অধিকাংশ এলাকার রাস্তাঘাট। চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে নগর ও উপকূলের বাসিন্দারা।

অতিবৃষ্টির কারণে পৌর শহরের ঝাউতলা, সর্কিট হাউজ সড়ক, আরামবাগ, এলজিইডি সড়ক, জুবিলী স্কুল সড়ক, মহিলা কলেজ সড়ক, পৌরসভার সামনের সড়ক, পুরাতন হাসপাতাল সড়ক, সবুজবাগের বিভিন্ন লেন ও মুন্সেফ পাড়া সহ শহরের অধিকাংশ সড়ক এবং উপকূলের বিভিন্ন এলাকায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগটির কারণে শহরের বসতঘরেও পানি প্রবেশ করেছে। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতি বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীদেরও স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। বন্ধ করা হয়ে শহরের অধিকাংশ স্কুল, কলেজের চলমান পরীক্ষা।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৫ দশমিক ১ মিলিমিটার। আবহাওয়া অফিসের ইনচার্জ মোছাম্মৎ মাহাবুবা সুখী জানান, গত ২৪ ঘণ্টায় ২১৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাত কমে যাবে।

কলাপাড়ার রাডার স্টেশন জানিয়েছেন, সমুদ্রে লঘু চাপের কারণে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী আরো দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে উপকূলের বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। মাছ ধারার ট্রলার নিয়ে জেলেরা উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা