জলাবদ্ধতার কারণে

নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ, আশ্রয়কেন্দ্র প্রস্তুতির নির্দেশ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ১৭:০১| আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৭:২৩
অ- অ+

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নোয়াখালী জেলায় আগামী ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ ৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটি রয়েছে। পরবর্তী তিন দিন— ১০, ১১ ও ১২ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন এবং প্রয়োজনে বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত থাকবেন। পরিস্থিতির উন্নতি বা অবনতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে। যেকোনো পরিস্থিতির জন্য শিক্ষকদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

তিনি বলেন, ‘জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতি চলছে। এ পর্যন্ত বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকরা কাজ করছে। বিশুদ্ধ পানির জন্য মোবাইল ফিল্টার প্ল্যান্ট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখা হয়েছে। পাশাপাশি সাপে কাটা, ডায়রিয়া ও অন্যান্য রোগের জন্য জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে।’

জেলা প্রশাসক আরও জানান, আশ্রয়কেন্দ্র হিসেবে বিদ্যালয়গুলো প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এ সময় অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ প্রস্তুতির কথা জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানুষ হব কবে আমরা?
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক, নিরাপত্তা জোরদার
শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল: ইসি
সেনাবাহিনীর ১৪ জন হাসপাতালে: উত্তরায় অনভিপ্রেত পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা