উঠানের পানি নিষ্কাশন নিয়ে ভাগিনার হাতে মামা খুন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ১৯:৪৯
অ- অ+
মামা হারুনুর রশিদ (বাঁয়ে) ও ভাগিনা শাহীন আলম

চট্টগ্রামের মিরসরাইয়ে উঠানের পানি নিষ্কাশন ব্যবস্থা সংক্রান্ত বিরোধের জেরে হারুনুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি আপন ভাগিনার হাতে খুন হয়েছেন। ভাগিনার নাম শাহীন আলম।

আজ বুধবার ( জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরসরাই সদর ইউনিয়নের নম্বর ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হারুন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে।

ঘটনার পর থেকে শাহীন আলম পলাতক। তিনি বাবা মো. হালিমসহ মায়ের সাথে মামার বাড়িতে থাকেন

হারুনের জেঠাত ভাই মো. আনোয়ার হোসেন বলেন, দুই সন্তানের বাবা হারুন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছেন। হারুন তার বোন শাহানার মধ্যে বাড়ির হাঁটার পথ পানি যাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের মীমাংসার জন্য বুধবার আসরের নামাজের পর তাদের বাড়িতে বৈঠকে বসে।

বৈঠকে বোন-ভাগিনার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে শাহীনকে একটি চড় দেন হারুন। এরপর ভাগিনা ঘরে গিয়ে ছুরি এনে মামার বুকে আঘাত করে। উপস্থি লোকজন আহত হারুনকে মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার আরও বলেন, ‘আমরা তাদের দ্বন্দ্ব সুরাহা করার চেষ্টা করেছি। হারুনের বোন খুব উগ্র প্রকৃতির। সে বৈঠকের শুরু থেকে উত্তেজিত ছিল। ভাইকে ছেলে ছুরিকাঘাত করার তাকে পালাতে সাহায্য করে সে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎক রুম্মান জানান, ভিকটিমকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। বুকের বাম পাশে প্রায় ইঞ্চি ভেতরে আঘাত করেছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের তিনটি টিম আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। হারুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৯জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব জনসংখ্যা দিবস আজ
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা