১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ১৯:৫০
অ- অ+

১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা থাকা এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এ সংক্রান্ত আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, মানি লন্ডারিং সংক্রান্ত এক অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশনের একটি যৌথ টিম। অনুসন্ধানে জানা গেছে, সাইফুল আলম ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন শাখার একাধিক ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন।

আবেদনে আরো বলা হয়, অনুসন্ধান চলাকালে সম্পদ স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার কঠিন হয়ে পড়বে। তাই দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং কমিশন বিধিমালা অনুসারে ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।

এর আগে এস আলমের বিরুদ্ধে একাধিক পর্যায়ে দেশ-বিদেশে সম্পদ, শেয়ার এবং বিনিয়োগ জব্দের আদেশ দেয় আদালত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা