১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ

১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা থাকা এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এ সংক্রান্ত আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, মানি লন্ডারিং সংক্রান্ত এক অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশনের একটি যৌথ টিম। অনুসন্ধানে জানা গেছে, সাইফুল আলম ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন শাখার একাধিক ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন।
আবেদনে আরো বলা হয়, অনুসন্ধান চলাকালে সম্পদ স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার কঠিন হয়ে পড়বে। তাই দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং কমিশন বিধিমালা অনুসারে ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
এর আগে এস আলমের বিরুদ্ধে একাধিক পর্যায়ে দেশ-বিদেশে সম্পদ, শেয়ার এবং বিনিয়োগ জব্দের আদেশ দেয় আদালত।

মন্তব্য করুন